শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঈদের পর নিয়োগ পাচ্ছেন ছয় হাজার ডাক্তার

image_17296_4267.image_17296_19983

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ঈদের পর ছয় হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া ১শ জন চিকিৎসককে পদোন্নতি দেয়া হবে।
তিনি আজ জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার সবকিছু করছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই জামালপুর মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। নাসিম বলেন, ঈদের পরে খালেদা জিয়া জ্বালাও-পোড়াওয়ের কথা ভাবছেন, আর আমরা ভাবছি উন্নয়নের কথা। এটাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য। এ সময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ ফরিদুল হক খান, সাংসদ বেবি মোশাররফ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন হাফিজুর রহমান প্রমুখ।