Sunday, January 19Welcome khabarica24 Online

ঈদের পর নতুন কর্মসূচি দেবে বিএনপি

image-4_112319

সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকা বিভাগীয় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন এ অবৈধ সরকার আপনাদের তা করতে দেবে না। জনগণ এ সরকারের বদৌলতে নির্যাতিত, নিগৃহীত। দেশে গণতন্ত্র নেই। এ সরকারের উদ্দেশ্যই হচ্ছে খুন, গুম আর জালিয়াতি।’
তিনি আরো বলেন, ‘যেখানে প্রশাসন জনগণের নিরাপত্তা দেয়ার কথা সেখানে প্রশাসন অবৈধ সরকারের কথায় সাধারণ জনগণকে গুম করে হত্যার পর নদীতে ফেলে দিচ্ছে। তাই এ সরকারকে হটাতে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে।