শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইয়েমেনে বিপন্ন ভারতীয়দের উদ্ধার করল পাকিস্তান

1_74046

সংঘাতপূর্ণ ইয়েমেনে আটকেপড়া নাগরিকদের ‘উদ্ধার অভিযান’কে কেন্দ্র করে নতুন মোড় নিতে চলেছে চিরবৈরী ভারত-পাকিস্তান সম্পর্ক। সম্প্র্রতি ইয়েমেন থেকে পাকিস্তানি নৌবাহিনী ১১ ভারতীয় নাগরিককে উদ্ধার করে। নিজ দেশের মাটিতে অবতরণ করেই বুধবার উদ্ধার হওয়া ওই ভারতীয়রা পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান। এর আগে, ইয়েমেনের আল-হোদেইদাহ থেকে তিন পাকিস্তানিকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। আল-হোদেইদাহ থেকে উদ্ধার করে তাদের জিবুতিতে পৌঁছে দেওয়া হয়, আর সেখান থেকেই নিজ দেশের মাটিতে নিরাপদে ফেরে ওই তিন পাকিস্তানি। চিরবৈরি দেশের নাগরিকদের উদ্ধারে দুদেশের মধ্যকার এই হৃদ্যতাই নতুন মোড় নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এই দ্বিপক্ষীয় স্বতঃস্ফূর্ত উদ্ধার অভিযানের ঘটনা ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কে উষ্ণতা ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল বাসিত সংবাদ মাধ্যমকে বলেন, উভয় পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে এই উদ্ধার অভিযান বিশেষ ভূমিকা রাখবে। গত এক সপ্তাহে ভারতীয় নৌবাহিনী যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকেপড়া চার হাজার নাগরিকের প্রায় সবাইকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। এদিকে দেশটিতে এখনো আটকে আছে ১৫০ জন ভারতীয় নার্স। তাদের উদ্ধারকাজ গতকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সবুজ সংকেত পাওয়া গেলে ওই নার্সদের উদ্ধারে বিমান পাঠানোর কথা। অন্যদিকে ইয়েমেনে সংঘর্ষে হুতি বিদ্রোহীদের ইরানের মদদদানের অভিযোগের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকির মুখে থাকা যে কোনো দেশকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে। তা ছাড়া, ইরান ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুললে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হটিয়ে পলাতক প্রেসিডেন্ট আবদুরাব্বু মনসুর হাদির শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসি, এএফপি।ওদিকে, ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তবে বুধবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলের এডেন উপসাগরে নৌবাহিনীর দুটো জাহাজ পাঠিয়েছে ইরান। ওই অঞ্চলে নৌ জাহাজ চলাচলের রুটগুলোর সুরক্ষার জন্যই এ জাহাজ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ইরানের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়য়ারি। ওদিকে, পিবিএস নিউজ আওয়ারে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরান যে হুতিদের সমর্থন দিচ্ছে তা স্পষ্ট। ইরান থেকে নিশ্চিতভাবেই রসদ সরবরাহ হচ্ছে। প্রতি সপ্তাহেই বেশকিছু ফ্লাইট ইয়েমেনে যাচ্ছে। তিনি আরও বলেন, ইরানের জেনে রাখা উচিত, এ অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। ইয়েমেনের এডেন বন্দরনগরীতে হুতি বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট হাদির অনুগত বাহিনীর লড়াই বাড়ছে। দেশজুড়ে হুতিদের ওপর অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে সংকট সমাধানে আঞ্চলিক দেশগুলোকে একযোগে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন।ইয়েমেনে বিমান হামলাকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে এ পদক্ষেপ ভুল বলেও সৌদি আরব ও এর মিত্র জোটকে সতর্ক করেছেন রুহানি। হামলা না চালিয়ে বরং সংকট সমাধানে ইয়েমেনিদের আলোচনার টেবিলে বসানোর আহ্বান জানিয়েছেন তিনি। বিবিসি, এএফপি।