রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইয়েমেনের সমুদ্র উপকূলে বোটডুবিতে ৬২ জনের সলিল সমাধি

26933_mig

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউনাইটেড নেশন্স হাই কমিশনার ফর রেফ্যিউজিস (ইউএনএইচসিআর) জানিয়েছে, ইয়েমেনের সমুদ্র উপকূলে একটি বোটডুবির ঘটনায় ৬২ জন প্রাণ হারিয়েছেন। বোটটিতে ইয়েমেনের ২ ক্রু এবং সোমালিয়া ও ইথিওপিয়ার ৬০ জন নাগরিক ছিলেন। গত সপ্তাহের শেষ দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ওই অঞ্চলে এ পর্যন্ত যতগুলো বোটডুবির ঘটনা ঘটেছে, তার মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রতি বছর যুদ্ধ ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত আফ্রিকা থেকে হাজার হাজার অধিবাসী অবৈধভাবে ইয়েমেনে পাড়ি জমিয়ে থাকে। কারণ, মধ্যপ্রাচ্য বা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ‘গেটওয়ে’ হিসেবে মনে করা হয়। অতিরিক্ত আরোহী বোঝাইয়ের কারণে প্রায়ই বোটডুবির ঘটনা ঘটে শ’ শ’ মানুষ প্রাণ হারান। এ বছর এ পর্যন্ত বোটডুবিতে ১২১ জনের সলিল সমাধি হয়েছে।