Sunday, January 19Welcome khabarica24 Online

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

15135407012_860dbaf639_b_29110

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে মিছিল, সমাবেশ, মিটিং ও দলীয় টেন্টে অবস্থানসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এ তথ্য জানান।এসময় প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাস অভ্যন্তরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে। এসময় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান তিনি।এদিকে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল খোলার কথা থাকলেও এখনো সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বৈঠক করছেন বলেও জানা গেছে। বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। বৈঠকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করা হবে বলে জানা গেছে।