ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ‘সুস্পষ্ট প্রমাণ’ রয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় ইসরাইল কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধের ব্যাপারে তদন্তের জন্য জোর দেন তিনি। মিসরের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাসের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরিতি কার্যকরের অল্প সময় পর হেগ সফরে যান মালিকি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে জাতিসংঘ ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত শুরু করে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৮ দিনে ইসরাইল যা ঘটিয়েছে, তা যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ। তিনি বলেন, সুস্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল। এদিকে ইসরাইলের দাবি, গাজায় হামলার সময় বেসামরিক মানুষ হতাহতের বিষয়টি এড়ানোর সর্বোচ্চ প্রয়াস চালিয়েছে দেশটি। কিন্তু, গাজার ঘনবসতিপূর্ণ জেলাগুলো থেকে ইসরাইলে রকেট ছুঁড়ে হামাসই ফিলিস্তিনি জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়েছে বলে পাল্টা-অভিযোগ এনেছে ইসরাইল।