ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হচ্ছেন মারজিয়া আফখাম। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে তাকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত একটি খবরে এ কথা বলা হয়েছে।এক বছরের বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পর তাকে পূর্ব এশিয়ার একটি দেশে ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হবে। অবশ্য দেশটির নাম এখনো প্রকাশ করা হয়নি। আল জাজিরা।