ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে ৭০০ সেনাকে ঘেরাও করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল। এ তথ্য দিয়েছেন আনবার প্রাদেশিক পরিষদের উপ প্রধান ফালেহ আল-ঈসাভি।
তিনি জানান, গত কয়েকদিন ধরে এসব সেনা ঘেরাও অবস্থায় রয়েছেন। ইরাকি সামরিক বাহিনী ওই এলাকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে কিন্তু সন্ত্রাসীদের অবরোধ ভাঙতে তা তেমন কোনো সাহায্য করে নি বলে জানান এ কর্মকর্তা।
আনবার প্রাদেশিক পরিষদের উপ প্রধান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদল আনতে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাক সরকার যদি এ বিষয়ে এখনই গুরুত্বসহকারে পদক্ষেপ না নেয় তাহলে তারা আনবার ও সালাহউদ্দিন প্রদেশে পরাজয়ের মুখ দেখবে। আনবার প্রদেশের গভর্নর আহমাদ খালাপ আল-দুলাইমিও আলাদাভাবে ইরাকি বাহিনীর অবরুদ্ধ হয়ে পড়ার খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, রামাদি শহরের পশ্চিম অংশে এসব সেনা সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ হয়েছেন।