ইরাকের মসুল শহরে ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীদের গোপন বৈঠকে বিমান হামলা চালিয়েছে আমেরিকান নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।ইরাকের ফাজুল্লা শহরে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আইএস-এর অন্যতম নেতা মোহান্নেদ সালিহ আল-সওদিদি নিহত হয়েছেন বলে জানা গেছে।সেনাবাহিনী সূত্র জানায়, ”ফাজুল্লা শহরে আইএস এর সাথে বড় বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনাবাহিনীর ৮ নম্বর বিগ্রেড।” গত বুধ ও বৃহস্পতিবার আইএসকে লক্ষ্য করে ২৯ বার বিমান হামলা চালিয়েছে আমেরিকা।