ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে জিম্মি করে রাখা তুরস্কের ৪৯ নাগরিককে মুক্তি দিয়েছে কট্টরপন্থী সংস্থা ইসলামিক স্টেট (আইএস)। গত জুনে তাদের অপহরণ করা হয়। জিম্মি তুর্কিদের মধ্যে কূটনীতিক, তাদের পরিবার ও সেনা সদস্যরাও রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত জুনে মসুল দখলের সময় শহরটিতে অবস্থিত তুরস্কের দূতাবাস থেকে তাদের অপহরণ করা হয়। তুর্কি নাগরিকদের অপহরণের পর আইএস’র বিরুদ্ধে প্রত্যক্ষ সেনা অভিযানে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে তুরস্ক। জিম্মি তুর্কিদের নিরাপত্তা ইস্যুটি এর অন্যতম কারণ।