শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা : পেন্টাগন

image_158506.5
ইরাকের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্যবস্তুতে সম্প্রতি বিমান হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি মঙ্গলবার বলেন, ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে গত কয়েক দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইরান। তবে ইরানের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সমন্বয় নেই। যুক্তরাষ্ট্র গত আগস্টে ইরাকে আইএস-এর বিরুদ্ধে প্রথম বিমান অভিযান চালায়। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিরিয়াতেও আইএস-বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযানে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো অংশ নেয়। সিরিয়ায় বিমান হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, বাহরাইন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স ও নেদারল্যান্ড অংশ নিচ্ছে। ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিমান হামলায় সহযোগিতা করা নিয়ে আলোচনার কথা নাকচ করে দিয়েছেন।এদিকে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের নির্মূলের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের কর্মকর্তারা সম্মেলনের জন্য ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তওে জড়ো হচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সভাপতিত্বে বৈঠকে সামরিক কৌশল নির্ধারণ এবং আইএসে নতুন বিদেশী যোদ্ধা নিয়োগ বন্ধ ও আইএসকে নির্মূলের কৌশল নিয়ে আলোচনা হবে। কেননা, আইএস বিভিন্ন পশ্চিমা দেশ থেকে জিহাদি নিয়োগ করছে। পেন্টাগন জানায়, ইরাকের পূর্বাঞ্চলে সম্প্রতি আইএস-বিরোধী বিমান অভিযানে ইরানও অংশ নিয়েছে। আইএসের বিরুদ্ধে যুদ্ধে চিরশত্রু প্রতিবেশী দুই দেশ একই প্লাটফর্মে আসলেও ওয়াশিংটন জানায়, যুক্তরাষ্ট্র বাহিনীর সাথে সমন্বয় করে অভিযান চালাচ্ছে না ইরান। তারা পৃথকভাবে বিমান অভিযান পরিচালনা করছে।
ইরাকের দিয়ালা প্রদেশে আইএসের লক্ষবস্তুতে ইরানের বিমান বাহিনী হামলা করার পর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের কাছে এমন ইঙ্গিত আছে যে, ইরান সুনিশ্চিতভাবে গত কয়েক দিনে এফ-৪ ফ্যানটমস বিমান দিয়ে হামলা চালিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজাইরি বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ইরাকে অস্থিরতা ও সম্যসার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে ইরান মনে করে।