কয়েকদিনের টানা সংঘর্ষের পর ইরাকের সরকারি সেনাদের হটিয়ে রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস। এর মধ্য দিয়ে ইরাকের বিস্তীর্ণ অঞ্চলের দখল নিল আইএস। সরকারি সেনারা এখনো শহরটি ফের তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। গতকাল সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রামাদি শহরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এটি ইরাকের সবচেয়ে বড় প্রদেশ আনবারের রাজধানী।তবে পেন্টাগন বলছে, আইএস রামাদি নিয়ন্ত্রণে নিলেও তাদের জন্য সমস্যা হবে না। আইএস হটাতে ইরাকে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।আইএসের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ : এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক ডিন হেন্ডারসন ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আইএস মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তৈরি। এখন তাদের তৈরি বাহিনীর বিরুদ্ধেই দেশটিতে লড়তে হচ্ছে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আইএসের বিরুদ্ধে এখন লড়াই শুরু করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। যদিও সপ্তাহ খানেক আগে মার্কিন প্রতিনিধি পরিষদ হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অথচ হিজবুল্লাহই এখন আমেরিকার উপকারে লাগছে।এই মার্কিন বিশ্লেষক আরও বলেন, এ মুহূর্তে বিশ্বে ডানপন্থি গোঁড়াবাদীদের নেতৃত্বে যে কটি হুজুগে সংসদ রয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ তার মধ্যে একটি। কংগ্রেস সদস্যদের বেশিরভাগেরই মধ্যপ্রাচ্য অঞ্চলে তেলের স্বার্থ রয়েছে এবং তারাই এ অঞ্চলের সম্পদ নিয়ন্ত্রণ করেন।হেন্ডারসন পরামর্শ দিয়ে বলেন, হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের এমন একটি শক্তি। যার সঙ্গে সমন্বয় করে প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই করা উচিত। ইসরায়েল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর ১৯৮০ সালের দিকে হিজবুল্লাহর জন্ম হয় এবং এ পর্যন্ত ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও আরব চক্রের বিরুদ্ধে কয়েকবার সফল যুদ্ধ করেছে। বিবিসি, আল জাজিরা।