মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইপিজেডে কোনো ট্রেড ইউনিয়ন হবে না: বাণিজ্য মন্ত্রী

tofa_163189
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে ইপিজেড গুলোতে আর কোনো ট্রেড ইউনিয়ন করা হবে না।হয়েছে।ইপিজেডে ২১৭টি কারখানায় ওয়ার্কার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন  সিবিএ হিসেবে কাজ করছে।এ জন্য আলাদা ট্রেড ইউনিয়নের প্রয়োজন নেই। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট-এর ফলো-আপ সভা  শেষে দেশে ফিরে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।বাণিজ্য মন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের পরে যে ইমেজ সঙ্কট সৃষ্টি হয়েছিল, তা কেটে গিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে ভাল ইমেজ তৈরি আগামী ডিসেম্বর মাসে শ্রম বিধিমালা  করা হবে বলে মন্ত্রী জানান।বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের কর্মবান্ধব পরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সাথে পদক্ষেপ গ্রহণ  করছে।মন্ত্রী বলেন, ২০১৩ সালেই তৈরি পোশাক শ্রমিকদের বেতন শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি করা হয়েছে। ফায়ার সেফটি ডোর ও শিল্প কারখানা নির্মাণের সামগ্রী আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা হয়েছে।