রেজা তানভীর- ইন্টারনেট মোবাইল, ফিক্সড, ব্রডব্যান্ডসহ সব ধরনের ইন্টারনেটের দাম কমাতে নির্দেশ দিয়েছে সরকার। দীর্ঘদিন ইন্টারনেটের দাম না কমায় গ্রাহকদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা পেয়ে শুধু মোবাইলফোন অপারেটরগুলোকে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। নথি পর্যালোচনা করে দেখা গেছে, সেই চিঠিতে অপারেটরগুলোকে ইন্টারনেটের দাম কমাতে বলা হয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায়,কীভাবে দাম কমানো হবে সেসব কিছু চিঠিতে উল্লেখ নেই। এ ধরনের চিঠি পেয়ে টেলিযোগাযোগ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।-সংগ্রহীত