Wednesday, February 12Welcome khabarica24 Online

ইনবক্স কাহন : নাজমুন নাহার

 

মিষ্টি বন্ধু সৃষ্টি বন্ধু কৃষ্টি বন্ধুর ভীড়ে,
হরেক রকম চরিত্রের যে বন্ধুর আগমন নীড়ে।

কেমন আছো তুমি আপু দিনটা কেমন কাটে?
ভিড়াবো কী বন্ধুর নৌকা তোমার বিরান ঘাটে?

আপু তুমি অনেক ভালো দিলটা তোমার খোলা,
হাসিটা নয় যেমন তেমন হাজার টাকা তোলা।

ছোট ভাইটা আমি তোমার সাথে দিয়ে ফলো,
সাবস্ক্রাইবটা করে চ্যানেল এক কাতারে চলো।

নিঃস্বার্থ যে আছে বন্ধু সকাল বিকাল রাতে
শুভেচ্ছাটা দিয়ে সদায় থাকে তারা সাথে।

কিছু আবার এসে বলে আপনি অতি আপন,
পরাই তাকে দ্রুততার সাথ ব্লক লিস্টেরই কাফন।

নিত্য চলে এমন কাহন ফেইসবুকেরই বুকে,
বিমুখ হই না তবু মোরা আছি পরম সুখে।