Thursday, January 23Welcome khabarica24 Online

ইনকিলাবের জব্দ মালামাল ফেরৎ দেয়ার নির্দেশ

9631_majis

মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ইনকিলাবের বিরুদ্ধে দায়েরকৃত  মামলায় জব্দকৃত মালামাল ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকার সিএমএম আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন এ আদেশ দেন। পত্রিকার সিনিয়র রিপোর্টার আফজাল বারী মালামাল ফেরত চেয়ে আবেদন করলে আদালত এ নির্দেশ নেন। এর আগে গত ১৬ই জানুয়ারি মিথ্যা সংবাদ প্রকাশের কারনে পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, সহকারী উপপ্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ, কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানকে আটক করা হয়। ওইদিন দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি ইউপিএস জব্দ করা হয়।

 

উৎস- মানবজমিন