Thursday, December 12Welcome khabarica24 Online

ইতিহাসকে কেউ বদলাতে পারে না : জয়

image_73925.sajeeb wajed joy facebook

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বৈরশাসক ও ভণ্ডরা আমাদের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসকে কেউ বদলাতে পারে না!
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
জয় তাঁর স্ট্যাটাসে বলেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ সরকার এর প্রথম মন্ত্রিসভা এই দিন শপথ নিয়েছিল। মাননীয় তাজউদ্দিন আহমেদ আমাদের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সোহেল তাজের বাবা।
জয় আরো বলেন, ওই দিন বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানি সামরিক জান্তার হাতে বন্দি থাকায় মাননীয় সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তিনি মন্ত্রি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাবা।
জয় বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ। আমরা স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলাম। স্বৈরশাসক এবং ভণ্ডরা আমাদের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসকে কেউ বদলাতে পারে না!