নিজস্ব প্রতিনিধি :
স্কলারশীপে চায়না’র তিয়াংগং ইউনিভার্সিটিতে ’ ব্যাচেলর অফ ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ‘ এ পড়তে যাচ্ছে খবরিকার বিশেষ প্রতিনিধি নিয়াজ উদ্দিন নিপু। উক্ত বিশ্ববিদ্যালয়টি চীনের বেইজিং শহরের নিকটস্থ তিয়ানজীন শহরে অবস্থিত। আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ২.৫৫ ঢাকা বিমানবন্দর থেকে চায়না ইষ্টার্ন ইয়ারলাইনস এ সে চীনের উদ্দেশ্যে যাত্রা করবে।
শনিবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে খবরিকা কার্যালয়ে নিপুকে ছোট্ট পরিসরে ফুলেল বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিল খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, সহ সম্পাদক সানোয়ার ইসলাম রনি ও জাবেদ হোসাইন, নিজস্ব প্রতিবেদক ইব্রাহিম বাদশা, মীর হোসেন, তাকিবুর রহমান ও অফিস নির্বাহী রশিদুল হাসান প্রমুখ। উল্লেখ্য যে, মীরসরাই কলেজ রোডের নিপু খবরিকা ভবনস্থ গিয়াস উদ্দিন জাহেদ ও রওশন আরা শিরিন এর একমাত্র পুত্র সন্তান এবং খবরিকা সম্পাদক মাহবুব পলাশ এর একমাত্র ভাগিনা। ইঞ্জিনিয়ারিং এ চায়না যাত্রায় নিপুর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন বাবা মা সহ সকল স্বজন।