নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চুনিমিঝির টেক এবং দক্ষিণ ভূঁইয়া গ্রামের গরীব, দুস্থ, কর্মহীন প্রায় ছয়শত পরিবারকে আসন্ন রমজান মাসের ইফতার সামগ্রী বিতরন করে উক্ত এলাকার বিত্তবানরা। গত ২৪ই এপ্রিল শুক্রবার থেকে তাদের কার্যক্রম শুরু হয়। বর্তমান সংকটকালীন করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলার ক্ষুদ্র প্রয়াস হিসেবে তাদের এই কর্মসূচি। অসহায় পরিবার গুলোর তালিকা করে প্রতি ঘরে ঘরে সহায়তা পৌঁছে দিয়েছে এলাকার যুব সমাজ। তারা স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করে গরীব দুঃখীদের কষ্ট লাগবের চেষ্টা করেছে। খাদ্য সমাগ্রীর মধ্যে রয়েছে ছোলা দুই কেজি, পেয়াজ এক কেজি, চিনি এক কেজি, ডাল এক কেজি, আলু দুই কেজি,খেজুর এক কেজি এবং সয়াবিন তেল এক লিটার। মোঃ ইব্রাহীম নিশান নামে একজন উদ্যোক্তা বলেন, যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে এই মানবিক কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এলাকাবাসী।