ইউক্রেনে সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর মধ্যে বৈঠকের ফল ইতিবাচক। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃত্ব। জানা গেছে, ইতালির মিলানে এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন চলাকালীনই পুতিনের সঙ্গে এই বৈঠক সারেন ইউক্রেনের প্রেসিডেন্ট।ইউক্রেনে সংঘর্ষ থামাতে পুতিনের ওপর এই বৈঠক চাপ ফেলবে বলেই বিশেষজ্ঞদের অভিমত। পশ্চিমা দেশগুলির অভিযোগ, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মদত যোগাচ্ছে রাশিয়া। যদিও মস্কো সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মতে, মস্কোর উচিত দায়িত্ব নিয়ে এই সংঘর্ষে ইতি টানা।উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেন ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সংঘর্ষবিরতি পালনে চুক্তিবদ্ধ হয়। কিন্তু পরে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের দনেৎস্ক ও লুহান্সক অঞ্চলের দখল নিয়ে নেয়। গত এপ্রিল মাস থেকে চলা এই সংঘর্ষে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। সূত্র : কলকাতা টুয়েন্টি ফোর