শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ইউক্রেইনে গুলি করে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৪

25656_i1

বিচ্ছিন্নতাবাদের শিকার ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশ-পন্থী যোদ্ধারা একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টারের আরোহী এক জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়, স্লোাভিয়ান্‌স্ক শহরে সরকারি বাহিনী এবং রুশ-পন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শহরের উপকন্ঠে যেখানে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে সেখানে থেকে কুন্ডলি পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। এর আগে স্লোভিয়ান্‌স্কের বিচ্ছিন্নতাবাদীরা রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাঙকে জানায় যে, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিই-র একদল পর্যবেক্ষককে তারা আটক করেছে। বিদ্রোহীদের এক নেতা বলেন, চারজনের এই পর্যক্ষেক দল, যার মধ্যে ডেনিশ, তুর্কি, এস্তোনিয়ান এবং সুইস নাগরিক রয়েছেন, তারা সবাই ভাল আছেন। তবে ওএসসিই বলছে, পর্যক্ষেকদের কোথায় আটক রাখা হয়েছে সে সম্পর্কে তারা জানে না।