Thursday, January 23Welcome khabarica24 Online

আড়িপাতা হয়েছিল হিলারির ফোনে!

image_117760.hillaryclinton

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনে আড়িপাতার খবর গণমাধ্যমে হই চই ফেলে দেয়। বিভিন্ন সূত্র জানায়, কেরির ফোনে আড়ি পেতেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এ খবর এখনও দামাচাপা পড়তে না পড়তেই আবারও আড়িপাতার খবর বেরিয়েছে। তাবে এবার খবর বেরিয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ফোনে আড়িপাতার। জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারীর একটি ফোন কলে আড়ি পেতেছে জার্মান গোয়েন্দা সংস্থা। জার্মানির গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। জার্মানির দৈনিক পত্রিকা স্যুডডয়চে সাইটুং ও অঞ্চলভিত্তিক রাষ্ট্রীয় টেলিভিশন এনডিআর ও ডাব্লিউডিআর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান গোয়েন্দা সংস্থার এক বিশ্বস্ত সূত্র মার্কিন গোয়েন্দা সংস্থাকে এক নথিতে জানিয়েছে হিলারি মার্কিন সরকারের বিমানে ভ্রমণের সময় তার ফোনে আড়িপাতা হয়।তবে ভুলবশত মাত্র একবার হিলারির ফোনে আড়িপাতা হয়েছে বলে জার্মান সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কবে হিলারির ফোনে আড়িপাতার ঘটনা ঘটেছে তা ওই প্রতিবেদনে বলা হয়নি। তবে হিলারির উত্তরসূরি জন কেরি বিষয়টি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ারের সঙ্গে আলাপ করবেন বলে ধারণা করা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, হিলারির ফোনে আড়িপাতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ জার্মানি একটি ন্যাটো সদস্য দেশের ওপর গোয়েন্দাগিরির জন্য দেশটির গোয়েন্দা সংস্থাকে অনুমতি দিয়েছিল। তবে কোন দেশ তা স্পষ্ট করে বলা হয়নি। এর আগে, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ফোনে মার্কিন গোয়েন্দা সংস্থার আড়িপাতার খবরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল বার্লিন। বিষয়টি নিয়ে দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েনও শুরু হয়।
সূত্র : এএফপি