Sunday, January 19Welcome khabarica24 Online

আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে : ন্যান্সি

nn

ঢাকা: বেশ উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটছে কন্ঠশিল্পী ন্যান্সির। যেকোনো সময় মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হতে পারে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ন্যান্সি বলেন, ‘কয়েক দিন আগে ফেসবুকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তার পর থেকেই আমাকে নানান হুমকির মধ্যে পড়তে হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিকেরই এটি কাম্য নয়।’

তিনি বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে, যেকোনো সময় আ্মাকে মিথ্যা মামলার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার মধ্যরাতে আমার নেত্রকোনার বাড়িতে পুলিশের পোষাকধারী ২০-২৫ জন লোক তল্লাশি করে, আর আমাকে বলে সন্ত্রাসীদের আশ্রয়দাতা। ওই সময় আমি তাদের বলেছি, তাদের তথ্য সঠিক নয়। তারা বলেছে, আমাকে ও আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাবে।’

আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘নেত্রকোনা থানার ওসি বলেছেন, সন্ত্রাসীদের খুঁজতে গিয়ে আমার অসহযোগিতা ছিল। তাই আমাকেও ভবিষ্যতে পুলিশ কোনো সহযোগিতা করবে না। এ অবস্থায় আমি কীভাবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এজন্য সংবাদ সম্মেলনের প্রয়োজনীয়তা মনে করেছি।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কুতিক সংগঠন জাসাস’র সভাপতি আব্দুল মালেক, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

Leave a Reply