সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীদের জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের কাছে ৫০ কোটি ডলার চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসাদবিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও যুদ্ধ সরঞ্জাম সরববাহের জন্য এ অর্থ খরচ করা হবে। এসব অর্থ আসাদপন্থি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে সিরিয়ার জনগণকে রক্ষার ক্ষেত্রে সহায়তা করবে বলে হোয়াইট হাউস জানিয়েছে। দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া আইএসআইএসের মতো ইসলামী জঙ্গিদের মোকাবিলার ক্ষেত্রেও এ অর্থ ব্যবহার করা হবে বলে হোয়াইট হাউস জানায়। প্রসঙ্গত, আসাদপন্থি ও আসাদবিরোধীদের মধ্যে গত তিন বছরের লড়াইয়ে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কয়েক লাখ মানুষ দেশছাড়া হয়েছে। বিবিসি।