সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আশুলিয়ায় হাতবোমা ফাটিয়ে ডাকাতি, ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

9733_svr

 

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন বলিভদ্র বাজারে শমসের প্লাজার নিচ তলায় হাতবোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আশুলিয়ার বলিভদ্র বাজারের কাছে শমসের প্লাজায় অবস্থিত পিযূষ জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টায় একটি সিলভার কালারের মাইক্রোবাসে করে আসা মুখোশ পরিহিত ডাকাত দল মার্কেটের সামনে ২৫-৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তখন পুরো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত দল মার্কেটের ভেতরে পিযূষ জুয়েলার্সে হানা দিয়ে অস্ত্রের মুখে দোকান কর্মচারীদের জিম্মি করে টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। জুয়েলার্সের মালিক প্রফুল্ল চন্দ্র দে দাবি করেন, ৮-১০ জনের একটি মুখোশ পরিহিত ডাকাত দল দোকানে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় অস্ত্রধারী ডাকাত দল দোকানে রক্ষিত আড়াই শ’ ভরি স্বর্ণের গহনা হাতিয়ে নেয়। ডাকাত দল প্রায় ২৫-৩০টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়। ঘটনার সময় দোকানে থাকা মালিকের ছোট ভাই তপন কুমার দে জানান, প্রতিদিন সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ করা হয়। কিন্তু আজ (রোববার) একটু দেরি হওয়ায় আমরা দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টা। হঠাৎ মুখোশ পরা কয়েকজন ব্যক্তি দোকানের ভেতরে ঢুকে রাম দা দিয়ে কর্মচারীদের আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে সবাইকে জিম্মি করে দোকানে থাকা আড়াই শ’ ভরি স্বর্ণের গহনা ও ক্যাশে থাকা নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয়। তবে স্থানীয়রা মাইক্রোবাসের নম্বরটি সংরক্ষণ (ঢাকা মেট্রো-চ-১৫-১২০৮) করতে পেরেছে বলেও তিনি জানান।
এদিকে পুলিশ জানায়, ডাকাত দল আশুলিয়ার বাইপাইল হয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকা দিয়ে পালানোর সময় যানজটে পড়লে সেখানে ৮-১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে রাজধানীর দিকে অগ্রসর হয়। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।