পাকিস্তানের করাচিতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে হামলা পরিচালনার দায় স্বীকার করেছে বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার দক্ষিণ এশিয়া শাখা। গত সপ্তাহে আল-কায়েদার ভারতীয় শাখা প্রতিষ্ঠার পর পরিচালিত এ হামলায় নৌবাহিনীতে দায়িত্ব পালনরত এক নাবিক ও ৩ হামলাকারী নিহত হয়েছে। তালেবান ছাড়াও পাকিস্তানের সাবেক সামরিক কর্মকর্তারা এ হামলায় সহযোগিতা করেছেন বলে দাবি করে জঙ্গি সংগঠনটি। নিহত হামলাকারীদের মধ্যে নৌবাহিনীর সাবেক কর্মকর্তারাও রয়েছেন বলে দাবি করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। গত সপ্তাহে এক ভিডিও বার্তায় আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি আল-কায়েদার দক্ষিণ এশিয়া শাখা চালুর ঘোষণা দেওয়ার পর এটাই প্রথম হামলার ঘটনা। গতকাল সংগঠনটি হামলার দায় স্বীকার করে। এদিকে তালেবানের পর আল-কায়েদার সঙ্গে পাকিস্তান সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের জড়িয়ে পড়ার বিষয়টি বেশ উদ্বেগজনক। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বলেন, এ হামলায় ভেতর থেকে সহায়তার ব্যাপারটিকে আমরা নাকচ করে দিতে পারি না। কারণ, এটা ছাড়া দুষ্কৃতকারীরা নিরাপত্তা ভেদ করতে পারতো না। বার্তা সংস্থা এএফপি’র কাছে উর্দু ভাষায় পাঠানো এক বিবৃতি জঙ্গি সংগঠনটি বলেছে, করাচি সমুদ্র উপকূলের কাছে হামলাটি চালিয়েছে উপমহাদেশে অবস্থানকারী আল-কায়েদা। মার্কিন মালামাল সরবরাহকারী জাহাজকে লক্ষ্য করে এ হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। তবে সমুদ্র বন্দরে হামলার সময় মার্কিন কোন জাহাজ অবস্থান করছিল কিনা, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলার ঘটনায় তদন্ত চলছে। ইসলামিক স্টেটের (আইএস) আকস্মিক উত্থানই আল-কায়েদাকে গা ঝাড়া দিয়ে উঠতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।