শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আলালসহ ৬ জন তিন দিনের রিমান্ডে

alal_164594
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয় জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশে আবেদনের প্রেক্ষিতেরোববার ঢাকা মহানগর মূখ্য হাকিম আসাদুজ্জামান নূরের আদালেত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালেত হাজির করে ১০ করে রিমান্ডে নেয়ার আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শ (এসআই) নয়ন মিয়া।
রোববার আটক ৬৩ নেতাকর্মীকে আদালতে হাজির করা হলেও মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে ছয়জনকে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। উল্লেখ্য, শনিবার সকালে লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেন আলালের বাসার নিচতলা থেকে যুবদলের ৬৩ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।