শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত শতাধিক

image-6_68200
আলজেরিয়ার পূর্বাঞ্চলে দেশটির এক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত শতাধিক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজে আবহাওয়াই দুর্ঘটনার কারণ হতে পারে।
মঙ্গলবার আলজেরিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
বিধ্বস্ত বিমানটি ছিল বিশালাকার যাত্রীবাহী সি-১৩০ হারকিউলিস মডেলের। রাজধানী আলজিয়ার্স থেকে কন্সটানটাইন যাওয়ার পথে আলজিয়ার্স থেকে ৫০০ কিলোমিটার পূর্বে ওম এল বোয়াগি নামক স্থানে বিধ্বস্ত হয়। নিহতদের অধিকাংশই আলজেরিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) জানিয়েছে, বিমানটিতে ৯৯ জন বেসামরিক যাত্রী ছিলেন। অবশিষ্টরা সেনাসদস্য ও তাদের পরিবার এবং বিমানের ক্রু।  সংস্থাটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে বিমানটির কোন যাত্রীই বেঁচে নেই।
বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে বিমানটি প্রথমে একটি পর্বতের গায়ে আছড়ে পড়ে। অতঃপর বিধ্বস্ত হয়।