শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আর্জেন্টিনার উচিত আমাকে ডেকে কোচ করা

5_132355

দু’জনের মধ্যে অনেক মিল। খেলোয়াড়ি জীবনে দু’জনই বিশ্বকাপ জিতেছেন, ছিলেন অধিনায়ক। পরে নিজ নিজ জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে দলের বিদায়ের পর দু’জনই বরখাস্ত হয়েছিলেন। হ্যাঁ, দিয়েগো ম্যারাডোনা ও কার্লোস দুঙ্গার কথাই বলা হচ্ছে। ২০১৪ বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে লুই ফিলিপ স্কলারির বিদায়ের পর ফের দুঙ্গাকে দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আলেসান্দ্রো সাবেলা স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পর কোচের পদ খালি আর্জেন্টিনারও। ম্যারাডোনার প্রশ্ন এখানেই, দুঙ্গা আবার ব্রাজিলের কোচ হলে তিনি কেন নন?দুঙ্গার মতো নিজেকে প্রমাণ করার দ্বিতীয় সুযোগ চান ম্যারাডোনা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনেরই (এএফএ) নাকি ডেকে এনে তাকে কোচ বানানো উচিত, এমন উপদেশও দিয়েছেন! সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ওলেকে ম্যারাডোনা বলেছেন, ‘দলে কোনো কোচ নেই। আমি আর্জেন্টিনার হয়ে খেলেছি। ব্রাজিল যদি দুঙ্গাকে দয়িত্ব দেয়, তবে আর্জেন্টিনা কেন আমাকে ডাকবে না? যা হোক, দুবাইয়ে আমি ভালোই আছি। তাই কারও কাছে নতজানু হতে যাচ্চি না।’
সাবেলার অধীনে এবার দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারলেও মেসিদের পারফরম্যান্সে তৃপ্ত সমর্থকরা। কিন্তু ম্যারাডোনা বলছেন অন্য কথা। বিশ্বকাপের একটি ম্যাচেও নাকি ভালো খেলেনি আর্জেন্টিনা, ‘সাবেলা কিংবা খেলোয়াড়দের ওপর রূঢ় হতে চাই না আমি। কিন্তু আমি মনে করি না বিশ্বকাপে একটি ম্যাচও ভালো খেলেছে আর্জেন্টিনা।’নিজের প্রার্থিতার পক্ষে ম্যারাডোনার গলাবাজিতে মনে হয় না চিড়ে ভিজবে। সাবেলার উত্তরসূরি হওয়ার দৌড়ে তাকে বিবেচনাই করছে না এএফএ! আর্জেন্টাইন মিডিয়া জানিয়েই দিয়েছে, সাবেলার আসনে বসতে যাচ্ছেন বার্সেলোনার বিদায়ী কোচ জেরার্ডো মার্টিনো। সদ্যপ্রয়াত ফেডারেশন প্রেসিডেন্ট হুলিও গ্রন্দোনার প্রথম পছন্দ ছিলেন মার্টিনো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই নাকি গ্রন্দোনা নিশ্চিত করে যান, মার্টিনোই হবেন আর্জেন্টিনার নতুন কোচ। ফেডারেশনের সাধারণ সম্পাদক মিগুয়েলসিলভাও জনিয়েছেন তাদের প্রথম পছন্দ মার্টিনো। এরই মধ্যে বুয়েন্স আয়ার্সে এএফএর অন্তর্বর্তীকালীন প্রধান লুইস সেগুরোর সঙ্গে দেখা করেছেন সাবেক বার্সা বস। আলোচনা ফলপ্রসূ হলেও মার্টিনোর নিয়োগের ব্যাপারে কিছুই নিশ্চিত করেননি সেগুরো। বরং বলেছেন, ‘আমরা এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। কোচ নিয়োগ দিলে তিনি মার্টিনো বা অন্য কেউ হতে পারেন। সংবাদ সম্মেলন করেই বিষয়টি জানানো হবে।’ ওয়েবসাইট।