শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আর্জেন্টিনাকে ফাইনালে চান স্কলারি

26878_223

ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি এবার বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল প্রত্যাশা করছেন। ব্রাজিলের মাটিতে এবারের বিশ্বকাপে শিরোপার জন্য হট ফেভারিট দক্ষিণ আমেরিকার দু’দেশ স্বাগতিক ব্রাজিল ও প্রতিবেশী আর্জেন্টিনা। স্কলারি ১৩ই জুলাই মারাকানার ফাইনালের আলেসান্দ্রো সাবেলার মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছেন। আর ফাইনালে জিতে ব্রাজিলকে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা এনে দেয়ার আশা করেছেন তিনি। তিনি বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে মোটেও চিন্তিত নই আমরা। স্বপ্ন দেখছি, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের, যা হবে দক্ষিণ আমেরিকার দু’দেশের সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ফাইনাল। দু’দলের খেলোয়াড়দের কৌশলগত দারুণ দক্ষতা রয়েছে।’ ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শুভ কামনা করে বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালের আগেই বিদায় নিক- আমি চাই না। আমার চাওয়া- তারা যেন তাদের সেরা ফুটবলটা খেলে। কিন্তু তারা যদি হারে সেটা আমার সমস্যা নয়। আমার পুরো চিন্তা ব্রাজিলকে নিয়ে। এ দলটিকে ফাইনালে নিয়ে যেতে হবে আমাকে।’
স্কলারির চাওয়াটা যেন সত্যি হয় এটা অনেক ফুটবলপ্রেমীর প্রত্যাশা। আর এটা সত্যি হলে পৃথিবীর মানুষ ফুটবল বিশ্বকাপে একটি স্বপ্নের ফাইনাল দেখবে। এবারের ফুটবলসূচি যেভাবে সাজানো আছে তাতে দু’দল যদি তাদের সেরা খেলাটা উপহার দেয় তাহলে ফাইনালেই তাদের দেখা হবে। ইতিপূর্বে দল দু’টি মোট ৯৫ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা ৩৬ ও ব্রাজিল ৩৫ বার জিতেছে।
প্রিয় শিষ্য নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করে স্কলারি বলেন, ‘নেইমার শুধু বিরল প্রতিভাধর একজন ফুটবলারই নয়, সে ব্রাজিল দলের দারুণ একজন সদস্য। তার সেরাটা বের করে আনতে বিশ্বকাপে সতীর্থরা তাকে সাহায্য করবে।’