শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিতে চান মেসি

image_87003.lionel-messi

বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলেন মেসি। কিন্তু আর্জেন্টিনার হয়ে সেরকম পারেন না। এই মেসির বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। বিশ্বকাপ প্রস্তুতির জন্য আর্জেন্টিনায় পৌঁছে মেসিও তাই কৌতুক করে বললেন, এবার তাই অন্য রকম কিছু হবে। বার্সার হয়ে বাজে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ফাটিয়ে দেবেন! বার্সার সঙ্গে নতুন চুক্তি সই করে, বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ড গড়ে বুয়েনস আয়ার্সে পা দিয়ে মেসি বলেছেন, বার্সায় বাজে খেলার ছাপ জাতীয় দলে পড়বে না। তিনি বলেন, “জাতীয় দলে যোগ দেওয়ার পর এখানকার আবহটা থাকবে অন্য রকম। অতীতে অনেকবারই এমন হয়েছে বার্সেলোনার হয়েই আমি ভালো খেলেছি, জাতীয় দলের হয়ে পারিনি। তাই আশা করছি এবার উল্টোটাই হবে। জাতীয় দলের সতীর্থ ও বন্ধুদের সঙ্গে যখন যোগ দেব, তখন আমার মানসিকতা পাল্টে যাবে। গল্পটাও তাই অন্য রকম হবে।” মেসি আরও বলেছেন, “এখন আমার শুধুই জাতীয় দল নিয়ে ভাবতে হবে, মাথার ‘চিপ’টা বদলে নিতে হবে।” রাজধানীর অদূরবর্তী বিমানবন্দরে পৌঁছানো মাত্রই মেসিকে ঘিরে ধরেছিলেন সাংবাদিক আর ভক্তের দঙ্গল। সেখান থেকে সোজা মেসি ছুটেছেন তাঁর শহর রোজারিওতে। আগামী সোমবার থেকে দলের অনুশীলনে যোগ দেবেন। সেই অনুশীলনে মেসি নিজেকে নিংড়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন সমর্থকদের। বার্সেলোনার ব্যর্থতার দায়ও তিনি একা নিতে নারাজ। মেসি বলেন, “এটা আমার সেরা মৌসুম ছিল না। অন্যভাবে শেষ করতে পারলেই আমার ভালো লাগত। তবে ব্যক্তিগত নয়, এটা পুরোপুরি দলীয় ব্যর্থতা।”মেসি বলেছেন, “আশা করি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। সেই লক্ষ্য তো অবশ্যই আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।”