শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে

image_141552.mosarrof hosan bhuiya
সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। এদিন বৈঠকে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে প্রশিক্ষণ ও অন্যান্য ক্ষেত্রে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অ্যাগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন অর্থাৎ দুদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এক ব্রিফিংয়ে আমিরাতের সঙ্গে এগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন চুক্তি প্রসঙ্গে বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ শ্রমিক কর্মরত আছে। বিভিন্ন কারণে ওই দেশ বাংলাদেশ থেকে আর শ্রমিক নিতে পারছে না। এ চুক্তি স্বাক্ষরিত হলে আমিরাতে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে।কুয়েতের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি প্রসঙ্গে বলেন, এ চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের মিলিটারি ট্রেনিং অ্যান্ড এডুকেশনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। চোরাচালান ও মাদকদ্রব্যবিরোধী কার্যক্রম জোরদার হবে এবং মিলিটারি ইন্টিলিজেন্স বৃদ্ধি পাবে।