তৌহিদুল ইসলামঃ আহসানুল হাবিব সোহাগ এর রচনায় ও সূর্য আহমেদ এর পরিচালনায় শর্টফিল্ম আমার ভিতরে আমি আসছে পবিত্র ঈদুল আযহার আগেই। শর্টফিল্মটির সম্পর্কে জানতে চাওয়া হলে রচয়িতা আহসানুল হাবিব বলেন এটি আমার নির্মিত প্রথম শর্টফিল্ম।রবি বিজ্ঞাপণ ও আয়নাবাজি খ্যাত অভিনেতা শরিফুল ইসলাম সহ কয়েকজন গুনী অভিনেতা অভিনেত্রী নিয়ে শর্টফিল্মটির শুটিং শেষ হয় মার্চে।ঈদুল ফিতরে ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার কথা থাকলেও নানা কারণে তা আর হয়নি। ঈদুল আযহার আগেই শর্টফিল্মটি ইউটিউব চ্যানেলে দর্শক দেখতে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্তকরেন।