আরব আমিরাত প্রতিনিধি : শিল্প, কবি, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত এর উদ্যোগে ও আল সুমাইয়া গ্রুপ, চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত এর
প্রধান পৃষ্টপোষক ফখরুল ইসলাম খান সি আই পি সার্বিক সহযোগীতা আজ ২৩ শে ফেব্রুয়ারি২০১৮ ইং, রোজ শুক্রবার, সন্ধ্যা ৭;৩০ মিনিট আরব আমিরাতে রাজধানী,আবুধাবী হিল্টন হোটলের হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৬টি বইয়ে প্রকাশনা উৎসবের অনুষ্টানে আয়োজন করা হয়েছে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন
ফখরুল ইসলাম খান সি আই পি।চেয়ারম্যান, আল সুমাইয়া গ্রুপ ও প্রধান পৃষ্টপোষক
জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত।
সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত এর সভাপতি।
উক্ত অনুষ্টানে আরব আমিরাতে অবস্থিত সব ব্যাবসায়ী, রাজনৈক ব্যাক্তি, সমাজকর্মী, সংগঠক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, গল্পকার, পাঠক, সাহিত্যপ্রেমী,শিল্পীরা এবং অন্যান্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে উপস্থিত থাকার জন্য জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত এর কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।