মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আবুধাবীতে রাষ্ট্রদূতের সাথে সাংবাদিকদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি, আবুধাবী :  
abu dhabi
সোমবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী বাংলাদেশ দূতাবাসের মিলানায়তনে আবুধাবীতে কর্মরত বাংলাদেশি মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান। এই সময় তিনি সাংবাদিকদের বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি তুলে ধরে নিউজ করার আহবান জানান।
দেশের হারোনো ইমেজ ফিরে পেতে সকলের সহযোগিতার কামনা করে তিনি বলেন, ‘স্থানীয় নিউজ পেপারে দেশের ইমেজের সংকট সৃষ্টি করে বিভিন্ন সময় সংবাদ প্রচার করে আসছে তাই আমাদের দেশের মিডিয়াগুলোকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, আমিরাতে কয়েক বছর যাবৎ বাংলাদেশীদের ভিসা বন্ধ তাই যত দ্রুত সম্ভব চালু করার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। প্রতিটি প্রবাসীকেও দেশের একেকজন রাষ্ট্রদূতের ভূমিকা নিয়ে অপরাধ কমিয়ে আনাতে সজাগ থাকতে হবে।’  এসময় তিনি  দেশ থেকে দালালের মাধ্যমে প্রবাসে না আসারও পররমর্শ দিয়েছেন।
মতবিনিময় কালে দূতাবাসের রাজনৈতিক সচিব শাহাদাৎ হোসেন, শ্রম সচিব আরমান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।