Saturday, February 8Welcome khabarica24 Online

আবুতোরাব বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত,নিজাম উদ্দিন সহ-সভাপতি, দিদার সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ
মীরসরাই উপজেলার ঐতিয্যবাহী প্রাচীনতম বাজার আবুতোরাব বাজার পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে নিজাম উদ্দিন ভূঁইয়া সহ-সভাপতি ও দিদারুল আলম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ও রিটার্নি কর্মকর্তার দায়িত্ব পালন করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। সহকারী র্নিাচন কমিশনার হলেন মফিজ উদ্দিন মাস্টার, হালিম উল্লাহ ও ইউপি সদস্য মহিউদ্দিন। নির্বাচন পরিদর্শক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।

নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়া চেয়ার প্রতিকে ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্ধি নিখিল চন্দ নাথ ছাতা প্রতিকে পেয়েছেন ১৭৮ ভোট। সাধারণ সম্পাদক পদে দিদারুল আলম আনারস প্রতিকে ২৩০ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি নুরুল করিম চাকা প্রতিকে পেয়েছেন ১৪১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মহিনুর ইসলাম চৌধুরী (টিউবওয়েল)

, অর্থ সম্পাদক পদে শাহীন চৌধুরী (দেয়াল ঘড়ি) ,

পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বন বিহারি চক্রবতী (সাইকেল) ,

ধর্মীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান (ব্যাট) ,

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হেলাল উদ্দিন (মোরগ) নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদন্ধিতায় সহ-সাধারণ পদে শওকত আলী, সদস্য পদে মোশাররফ হোসেন, শংকর জলদাস, মোঃ ঈসমাইল, সুভাষ দাশ নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, অত্যান্ত সুন্দর ও সুশৃংখল পরিবেশে আবুতোরাব বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা উৎসবের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইউনিয়ন পরষিদ ভবনে ভোট কেন্দ্রে ১টি বুথে একটানা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।