নিজস্ব প্রতিনিধি : মধুমতি ব্যাংক লিমিটেড এর মীরসরাই শাখা শুভ উদ্বোধন ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারস্থ আলাউদ্দিন সেন্টারের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
এই সময় সুধি সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন এর কারনে মীরসরাই উপজেলা এখন দেশের সম্ভাবনাময় জনপদ। এই এলাকার অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি সহ মীরসরাইবাসীর সেবায় ব্যাংকগুলোকে নানা কর্মসংস্থানমুখি উদ্যোগের বিষয়ে ও পরামর্শ দেন তিনি। তিনি বলেন অন্যান্য ব্যাংক এর পাশাপশি এই মধুমতি ব্যাংক ও অর্থনৈতিক সমৃদ্ধি এবং কল্যাণমুখী কাজে সকলের পাশে থাকবে বলে আশাবাদি। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক লিমিটেড এর পরিচালক এম.ডি. মান্নান, মধুমতি ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা এম.ডি. শফিক আজম, মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই কলেজ এর অধ্যক্ষ নুরুল আবছার, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী প্রমুখ।