নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ( ১৯ ফেব্র“য়ারি) আবুতোরাব ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টূর্নামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ওমর ফারুক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কবির আমম্মদ নিজামী, সনজিৎ চক্রবর্তি মেম্বার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ আবুতোরাব বাজার শাখার ব্যবস্থাপক মহিউদ্দিন শামীম, মামুনুর রসিদ। তিন ম্যাচের দুইটিতে জিতে চ্যাম্পিয়ন ট্রপি লাভ করে রয়েল জুটির শুভ ও সুমন। আর রার্নাস আপ হয় আফতার জুটির আফতার ও আলমগীর। চ্যাম্পিয়ন রয়েল জুটির হাতে ১৫ হাজার টাকার চেক ও রার্নাস আপ আফতার জুটির হাতে ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব রায়হান হামিদ, সদস্য জিকু, সোহেল, বাজু, আসিফ, সিফাত প্রমুখ।