Monday, February 10Welcome khabarica24 Online

আবুতোরাবে আলোকিত যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 

মামুন নজরুল : দিনব্যাপী নানা আয়োজনে মীরসরাই আবুতোরাব “আলোকিত যুব সংঘ” ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে আবুতোরাব ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে আলোচনা সভা,শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ, দরিদ্র ও মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী,১ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে ৮ জন এমবিবিএস ডাক্তার মাধ্যমে এবং ১৩ জনকে গুনীজন সম্মাননা দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি এমরান হোসনের সভাপতিত্বে ও সদস্য নুর মোহাম্মদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন -আহবায়ক ও আবুতোরাব জেড ফোর্সের প্রতিনিধি ও দলনেতা এম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান নিজামী,প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটির শিক্ষক ওমর ফারুক মঘাদিয়া বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন, মীরসরাই থানা সংগ্রাম ও উন্নয়ন কমিটির সমন্বয়ক ও সমাজসেবক আশরাফ উদ্দিন, আলোকিত যুব সংঘের প্রতিষ্ঠাতা ওমর ফারুক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন জামাতের আমীর আমজাদ হোসেন প্রমুখ। সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান আলোচক মোহাম্মদ আলমগীর বক্তব্য বলেন এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। তিনি আরও বলেন, নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়।