শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন মাদ্রিদ

23915_sss

পিছিয়ে পরেও বার্সেলোনার মাঠে এসে তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিল আটলেটিকো মাদ্রিদ। নু ক্যাম্পে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দেড় যুগ পর আবারও স্প্যানিশ লা লীগায় চ্যাম্পিয়ন হলো তারা। খেলোয়াড় হিসেবে সর্বশেষ জেতানো কাপটি দিয়েগো সিমিওনে এবার হাতে নিলেন কোচ হিসেবে। এটা আটলেটিকোর দশম লীগ শিরোপা। এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আটলেটিকো।
শিরোপা জিততে জয়ভিন্ন কোনো পথ খেলো ছিলো না বার্সেলোনার। তাই বার্সার শুরুটা হয়েছিলো দারুন। অ্যালেক্সিস সানচেসের প্রথমার্ধের গোলে এগিয়েও গিয়েছিলো কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতই দিয়েগো গদিনের গোলে সমতা ফেরায় আটলেটিকো। ১৮ বছর পর শিরোপা জয়ের জন্য এই একটা পয়েন্টই দরকার ছিল তাদের। ২০০৩-০৪ মৌসুমের পর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ছাড়া ফের নতুন কোনো চ্যাম্পিয়ন পেল লা লীগা। ১০ বছর আগের ঐ মৌসুমে শিরোপা জিতেছিল ভালেন্সিয়া। এরপর থেকে কখনও রিয়াল আবার কখনও বার্সেলোনাই চ্যাম্পিয়ন হয়েছে। ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট পাওয়া আটলেটিকোর চেয়ে ৩ পয়েন্ট করে কম পেয়েছে দুই পরাশক্তি। তবে গোল পার্থক্যে রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে রানার্সআপ বার্সেলোনাই। ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম শূন্য হাতে মৌসুম শেষ করল মেসির বার্সেলোনা।