আবারো পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া পরীক্ষাটি ২১ দিন পিছিয়ে ১৮ এপ্রিল থেকে শুরু হবে। প্রথমে ২২ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু বিরোধী জোটের ডাকা হরতাল ও অবরোধের কারণে পিছিয়ে দেয়া হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এ পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।