আফগানিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী আশরাফ ঘানির বাসভবনের কাছে কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী কাবুলের দারুল আমান অঞ্চলে এ ঘটনা ঘটে। এদিকে অন্য কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, দারুল আমানে আশরাফের কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। বোমা হামলার পরিবর্তে তারা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে বলে প্রকাশ করা হয়েছে এসব প্রতিবেদনে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। আগামী ৫ই এপ্রিল আফগানিস্তানে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে আজ একটি সমাবেশে আশরাফ ঘানির বক্তৃতা দেয়ার কথা ছিল বলে জানা গেছে। ওই সমাবেশ অনুষ্ঠিত হবে কিনা, তা জানা যায়নি। এদিকে আফগান তালেবানরা নির্বাচন বানচালের হুমকি দিয়ে চলেছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলার সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।