আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহীরা ১৬ পুলিশ সদস্যকে হত্যা এবং এদের ৮ জনের শিরশ্ছেদ করেছে। আজ বুধবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান।
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী আগামী ১৪ জুন অনুষ্ঠেয় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের নিরাপত্তার প্রস্তুতি গ্রহণকালে এ ঘটনা ঘটে।
জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রসুলইয়ার এএফপিকে বলেন, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে গ্রামবাসীরা স্থানীয় আট পুলিশ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করে।
দুদিন আগে জঙ্গিরা পুলিশের এক গাড়ি বহরে হামলা চালিয়ে এ পুলিশ সদস্যদের ছিনিয়ে নিয়েছিল।
তিনি বলেন, ‘তাদের লাশ নওবাহার জেলায় পাওয়া গেছে। আমরা লাশগুলো প্রাদেশিক রাজধানী কালাতে আনতে মুরব্বিদের পাঠিয়েছি।’
তিনি আরো বলেন, মঙ্গলবারই এদের শিরশ্ছেদ করা হয় এবং এর পরপরই লাশগুলো পাওয়া যায়।
জাবুলের পুলিশ প্রধান গোলাম জিলানী বলেন, পুলিশ সদস্যদের প্রথমে গুলি করে হত্যা করা হয় এবং পরে তাদের শিরশ্ছেদ করা হয়।
এ ব্যাপারে তাত্ক্ষণিকভাবে তালেবানদের মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর গুল মোহাম্মদ বেদার জানান, প্রদেশের কয়েকটি নিরাপত্তা চৌকিতে তালেবান যোদ্ধাদের ঝটিকা হামলায় মঙ্গলবার অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছে।
তিনি বলেন, ‘তালেবানরা আশপাশের পাহাড় থেকে রকেট ও ক্ষুদ্র অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুলি ফুরিয়ে যাওয়ার পর আট পুলিশ সদস্য নিহত হন।’
তিনি আরো বলেন, আমরা ইয়ামগান জেলায় এখনো অবস্থানরত প্রায় ৪০ পুলিশ সদস্যকে সহায়তার জন্য অতিরিক্ত পুলিশ ও গুলি পাঠিয়েছি।
প্রাদেশিক পুলিশের উপ-প্রধান আব্দুল কাদির সৈয়দ হামলার কথা নিশ্চিত করে বলেন, এ সময় ১৩ তালেবান সদস্যও নিহত হয়েছে।
তালেবানরা এ হামলার দায় স্বীকার করে তারা প্রত্যন্ত জেলাটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে দাবি করেছে।