সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আফগানিস্তানে তালেবান হামলায় প্রায় ১০০ নিহত, ১২ জনের শিরশ্ছেদ

image_133883.afganistan map

 

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত সপ্তাহে এক বড় ধরনের তালেবান হামলায় প্রায় ১০০ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এবং ১২ জনের শিরশ্ছেদ করা হয়েছে। আজ শুক্রবার কর্মকর্তারা এ কথা জানান।
জানা গেছে, কান্দাহার হেলমান্দ ও লোগার প্রদেশের পর সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গজনি প্রদেশের আজরিস্তান জেলায় সাম্প্রতিক হামলাগুলো চালানো হয়েছে।
গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী আহমাদি এএফপিকে বলেন, জঙ্গিরা চার গ্রামে ১২ বেসামরিক নাগরিকের শিরশ্ছেদ করেছে। তিনি আরো বলেন, আমাদের কাছে একেবারে সঠিক পরিসংখ্যান নেই। তবে গত এক সপ্তাহে ৮০ থেকে ১০০ লোক নিহত হয়েছে। কয়েক শ তালেবান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি খুবই সংকটজনক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, তারা অতিরিক্ত নিরাপত্তা কর্মী পাঠাচ্ছেন।
আহমাদি বলেন, আজরিস্তান তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে আছে। তিনি জানান, এখানে ৬০ থেকে ৭০টি বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানকার সঙ্গে নিরাপত্তা বাহিনীর যোগাযোগ নেই।