শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আফগানিস্তানে গোয়েন্দা সদর দপ্তরে জঙ্গি হামলা: নিহত ৩৩, আহত ১৪৭

40111_kill

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে একটি সরকারি বাসভবন ও গোয়েন্দা সদর দপ্তরসমূহে তালেবান জঙ্গিদের পরিচালিত হামলায় ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩৩ জন নিহত ও ১৪৭ জন আহত হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১০ পুলিশ কর্মকর্তা ও হামলাকারী ২১ জঙ্গির সবাই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এদিকে বন্দুকযুদ্ধে আহত ১৩০ জনই বেসামরিক নাগরিক এবং ১৭ জন পুলিশ কর্মকর্তা। একটি টুইটার বার্তায় তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই প্রদেশে তালেবান জঙ্গিরা দুটি গাড়িবোমা হামলা চালালে সহিংসতার সূত্রপাত হয়। পাল্টা-হামলা চালায় নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের মধ্যে দীর্ঘ ৩ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ আহমাদি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ ৩ ঘণ্টা সহিংস সংঘর্ষ চলার সময় হামলাকারীরা আফগানিস্তানের গোয়েন্দা সদর দপ্তরসমূহে হামলা চালায়। ২০১৪ সালের শেষদিকে ন্যাটো জোটের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স (আইএসএএফ) আফগানিস্তানে তাদের মিশন সম্পন্ন করবে। গত বছর থেকে ন্যাটো জোটের সেনারা আফগান নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তর শুরু করেছে। তখন থেকেই নানা হামলা জর্জরিত দেশটি। তবে এ বছরের শেষ নাগাদ ন্যাটো সেনাদের প্রত্যাহার সম্পন্ন হলেও যুক্তরাষ্ট্র ২০১৬ সাল পর্যন্ত আফগানিস্তানে ৯ হাজার ৮০০ সেনা মোতায়েনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে।