Saturday, December 14Welcome khabarica24 Online

আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই: হানিফ

hanif_102897

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারব্যবস্থা ধ্বংস করতেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে চেয়েছিলেন এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি সাংগঠনিক দুর্বলতার কারণেই মাঠে নামতে পারছে না। তাই তারা আন্দোলনে না নেমে সরকারকে বারবার সময় বেঁধে দিচ্ছে। আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। শনিবার দুপুরে রাজধানীর কাওরানবাজার টিসিবি ভবনের নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নিজের, পরিবারের এবং দলের লোকদের অর্থ চোরাচালান, খুন ও অর্থ ও অস্ত্রপাচারসহ বিভিন্ন মামলা থাকায় বিচার ব্যবস্থার প্রতি তাঁর এ ক্ষোভ। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন তিনি।‘দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আইজীবীদের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বেশি দেরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সরকার জনগণের ভয়ে এখন সবচেয়ে বেশি আতঙ্কিত।’ এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, তার বক্তব্যে সরকার ভীত নয়। বিএনপির আন্দোলনের শক্তি আমাদের জানা আছে।নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের সাম্প্রতিক নৃশংস হত্যাকান্ড বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, অপরাধী যেই হোক কোনো ছাড় দেয়া হবে না। অপরাধীকে গ্রেফতার করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নিদের্শনা দিয়েছেন। সে অনুযায়ী প্রশাসন কাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, সে যে দলের নেতাই হোক, যত বড় মাপের নেতাই হোক কোনো ছাড় দেয়া হবে না।