আন্দোলনের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে নৃশংস ও বর্বরোচিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে আগুনে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি রোগীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আন্দোলনের নামে পেট্রোলবোমা দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মারার কঠোর সমালোচনা করেন গণফোরাম সভাপতি।এসময় তার সঙ্গে ছিলেন গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সগীর আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম প্রমুখ।