Friday, January 17Welcome khabarica24 Online

আন্দোলনের নামে জ্বালাও পোড়াওয়ের সুযোগ দেওয়া হবে না : যোগাযোগমন্ত্রী

image_112831.okader

যোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, সহিংসতা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত
রয়েছে। কাজেই আন্দোলনের নামে কাউকে জ্বালাও-পোড়াওয়ের সুযোগ দেওয়া হবে না।জাতির জনকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেই বিরোধী দলের আন্দোলন ঠেকাতে হবে। তিনি বলেন, জনগণ এখন সুখে আছে। তারা নতুন নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে। কাজেই বিএনপির হুংকার অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত হবে।
ওবায়দুল কাদের বলেন, অতীতে আন্দোলনের নামে সুন্দর সুন্দর গাছ কাটা হয়েছে, বোমা মেরে স্কুলগামী শিশুর চোখ উপড়ে ফেলা হয়েছে, পার্কিং করা গাড়িতে আগুন দিয়ে ড্রাইভারকে পুড়িয়ে মারা হয়েছে। যোগাযোগমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী নৈরাজ্য জনগণ আর বরদাসত করবে না।বঙ্গবন্ধুর জন্মদিন-মৃত্যুদিন পালনের নামে চাঁদাবাজি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ইতিহাসে বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠিত অধ্যায়। তাই তাঁকে নিয়ে আনুষ্ঠানিকতার খুব বেশি দরকার নেই।বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, এবং সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান বক্তব্য দেন।সভার শুরুতে এক মিনিট নিরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।