নিজস্ব প্রতিবেদক:: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আনন্দের আহার” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামপুর মোহাম্মদীয় হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজদের নিয়ে কেক কেটে ও মোনাজাতের মাধ্যমে উদযাপন করা হয়। ২০২২ সালের জানুয়ারি মাসের ১ তারিখে যাত্রা শুরু করে আনন্দের আহার নামে সংগঠনটি। সংগঠনটির অধিকাংশ সদস্য শিক্ষার্থী। তারা তাঁদের নাস্তার টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে প্রত্যেক মাসে সংগঠনটির কার্যক্রম সম্পন্ন করে।
আনন্দের আহার সংগঠনের পরিচালক সাদেক ও তানজিদ এর যৌথ পরিচালনায় বিতরণ কার্যক্রমগুলো সম্পন্ন হয়ে থাকে।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, কামরুল ইসলাম, মাহিন,,কোরবান আলী, আজাদ,গিয়াস,মিরাজ রানা,মাহি রেদোয়ান,রায়হান, ইমার, সজিব,লিমন,ইমরান,আরমান, ফরহাদ, কায়সার,আমিনুল,রাজিব,মেহেদি, সাইদি , জান্নাতুল, আসমা,ফারহানা সহ- প্রমুখ।