Saturday, January 25Welcome khabarica24 Online

আদালত অবমাননা করায় কক্সবাজারের ডিসিকে তলব

image_109926.court_8126

আদালতের আদেশ বাস্তবায়ন না করায় কক্সবাজারের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির করা এক আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর এই সরকারি কর্মকর্তাকে আদালতে হাজির হতে হবে।আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ইকবাল কবির লিটন। তিনি জানান, কক্সবাজার সদরের ঝিলংজা মৌজায় বনবিভাগের ৫১ একর জমি ‘পরিবেশগত সংকটাপন্ন’ এলাকা হিসেবে চিহ্নিত। ২০১১ সালের ৮ জুন হাইকোর্ট এক রায়ে ওই জমিতে থাকা সব স্থাপনা এক মাসের মধ্যে অপসারণের রায় দেন। ওই রায় বাস্তবায়ন না করে সেখানে সরকারি কর্মচারীদের জন্য আবাসন প্রকল্প নির্মাণ শুরু হলে গত ৪ মার্চ হাইকোর্ট চার সচিব, কক্সবাজারের ডিসিসহ ১২ জনের বিরুদ্ধে অবমাননার রুল দেন।
ওই রুলের জবাব না দেওয়া, আদেশ বাস্তবায়ন না করা এবং নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসককে তলবের জন্য আবেদন করে পরিবেশ আইনবিদ সমিতি। আবেদনের শুনানি করে আদালত জেলা প্রশাসকের ব্যাখ্যা শুনতে তাঁকে তলব করেছেন বলে জানান এই আইনজীবী।